• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ অপরাহ্ন |

সৈয়দপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় শ্রমিক নিহত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় শামসুল হক  (৫২) নামের এক পাট গোডাউনের শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে রংপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল বোতলাগাড়ি ইউনিয়নের দক্ষিন সোনাখুলী বড়বাড়ি এলাকার মৃত তবার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি পাট গোডাউনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান ‘ শামসুল হক ওই সময় নিজ বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের উল্লেখিত স্থানে পৌঁছালে পেছন থেকে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় বাসসহ তিনি একটি দোকানঘরের সাথে চাপা পড়েন । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
ওসি মাহাবুব মোরশেদ বলেন, আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে। তবে শ্যামলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ