• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন |

সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের নির্মাণ কাজের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অত্যাধুনিক নক্শার প্রধান ফটকের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
এ সময় সৈয়দপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম নজু, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী জানান, উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল থেকে কলেজের প্রধান ফটকটির নির্মাণ কাজ করা হচ্ছে। কলেজের প্রধান ফটকের অত্যাধুনিক নকশা (ডিজাইন) করেন কলেজের সাবেক শিক্ষার্থী ডিপ্লোমা প্রকৌশলী মনি মোহন্ত। এতে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে ছয় লাখ ৪১ হাজার টাকা।
কলেজের অধ্যক্ষের সার্বিক তদারকিতে প্রধান ফটক এর নির্মাণ কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ