• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পূর্বাহ্ন |

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের উপনির্বাচনে মমতাজ আলী নির্বাচিত

সিসি নিউজ।। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপুর্ণ পরিবেশে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং- রাজঃ-২২০) সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মো. মমতাজ আলী নির্বাচিত হয়েছেন।
নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের হলি চাইল্ড স্কুলে ওই উপনির্বাচনের নির্বাচনের ভোট গ্রহন করা হয়। নির্বাচনে মো. মমতাজ আলী তাঁর টেলিফোন প্রতীকে ১ হাজার ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. দেলেয়ার হোসেন বাবলু আনারস প্রতীকে পেয়েছেন ৩৭১ ভোট।
সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। উপ-নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ছিল তিন হাজার বার জন। এদের মধ্যে এক হাজার ৮১৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ১৭টি ভোট বাতিল করা হয়েছে।
নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। এছাড়া কমিটির দুই সদস্য হচ্ছেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান এবং উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার। আর এ উপ-নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সৈয়দপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আল-মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ২১ জুন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এতে সংগঠনের সাধারণ সম্পাদক পদটি শুন্য হয়ে পড়ে। পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে উপনির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। ঘোষিত তফসীল অনুযায়ী গতকাল শনিবার সংগঠনটির সাধারণ সম্পদক পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ