সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হয়েছে ১৫ দিনের বৃক্ষ মেলা। রবিবার বিকাল ৪টার দিকে নীলফামারী বড় মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভপতিত্বে বক্তৃতা দেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ। উদ্বোধন শেষে বন বিভাগের উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ১৫ দিনের মেলাটি সমাপ্ত হবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকালে। মেলায় বনজ, ফলদ ও ভেষজ গাছের ৬১টি নার্সারি অংশগ্রহন করেছে।