• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

তারাগঞ্জে অটোচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার: মাদকের টাকা জোগাতে হত্যাকাণ্ড

সিসি নিউজ।। রংপুরের তারাগঞ্জে মাদকের টাকা জোগাতে খুন, ছিনতাইসহ নানা অপকর্ম করে এমন একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিখোঁজ এক অটোচালককে খুঁজতে গিয়ে ওই চক্রটির সন্ধান পায় তারা। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ৯ দিন আগে নিখোঁজ হওয়া অটো রিকশাচালক হাবিবুর রহমানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলা ডিবিএল ইটভাটার দক্ষিণ পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাঁরা খুন ও ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। এসব তথ্য জানিয়েছেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান।

নিহত অটো রিকশাচালকের নাম হাবিবুর রহমান (২৩)। তিনি আলমপুর ইউনিয়নের ফাজিলপুরের বানিয়াপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোশফেকুর রহমান (২৩) ও সোহাগ হোসেন (৩৫)।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, হাবিবুর রহমান ৩১ আগস্ট অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির করে তাঁকে না পাওয়ায় গতকাল শুক্রবার থানায় গিয়ে অভিযোগ করেন হাবিবুরের বাবা ওয়াহেদ আলী।

এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শরিফুল ইসলাম, মোশফেকুর রহমান ও সোহাগ হোসেনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করে থানায় নেয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা হাবিবুরের মরদেহের সন্ধান দেন।

আসামিদের বরাত দিয়ে পুলিশ বলছে, ৩১ আগস্ট চিকলী বাজার থেকে হাবিবুরের অটো রিকশাটি ভাড়া করেন শরিফুল, মোশফেকুর ও সোহাগ। এরপর বিভিন্ন জায়গায় ঘুরে রাতে আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলা ডিবিএল ইটভাটার কাছে নিয়ে যান। সেখানে হাবিবুরকে শ্বাসরোধে হত্যা করে, মরদেহ বস্তায় ভরে ডোবায় ফেলে দিয়ে অটোরিকশা ও টাকা নিয়ে পালিয়ে যান তাঁরা।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি তাঁর বাবা ওয়াহেদ আলী গতকাল শুক্রবার থানায় জানান। আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনজনকে আটক করি। পরে তাদের তথ্যের ভিত্তিতে হাবিবুরের লাশ উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘মূলত মাদকের টাকা জোগাতে অটো ছিনতাইয়ের জন্য এ হত্যাকাণ্ড চালায় তাঁরা। তাদের নামে থানায় মাদক মামলা রয়েছে। এ ঘটনায় হাবিবুরের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

তথ্য: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ