• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৮ পূর্বাহ্ন |

নীলফামারী বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

সিসি নিউজ।। নীলফামারী বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। তিন ঘন্টার অভিযানে মিলেছে বিকাশের মাধ্যমে সেবাগ্রহিতাদের কাছ থেকে অর্থ গ্রহনের প্রমান।

সোমবার সকাল সাড়ে ১১টা দিকে দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন শরীফের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল বিআরটিএ কার্যালয়ে অভিযান শুরু করেন।

বেলা দুইটার দিকে অভিযান শেষে সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ জানান, ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আলমসহ কর্মরতদের বিরুদ্ধে সেবাগ্রহিতার কাছ থেকে ঘুষ দাবির অভিযোগের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ কার্যালয়ে কর্মরতদের বিরুদ্ধে গাড়ি রেজিস্ট্রেশন, নাম পরিবর্তন, ড্রাইভিং লাইসেন্স প্রদানে ঘুষ দাবিসহ নানা হয়রানী করার অভিযোগের বেশ কিছু সত্যতা পাওয়া গেছে।

তিনি আরো জানান, অভিযানে কার্যালয়ের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর ব্যবহৃত বিকাশ একাউন্টে বিপুল পরিমান অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসময় তাদের মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। প্রাপ্ত তথ্য প্রমান যাচাইবাছাই করে কমিশন বরাবরে প্রতিবেদন দাখিল করা হবে। পরবর্তীতে কমিশনের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারী হলেন, অফিস সহকারী নারায়ন গোস্বামী, অফিস সহায়ক মাসুমা আক্তার, এনরোলমেন্ট অফিসার শাহিন আলম, মারুফ হোসেন ও রেজাউল ইসলাম।

দুদকের অভিযানের বিষয়ে বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফারুক আলম কথা বলতে অস্বীকৃতি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ