• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

এডিসি হারুন এবার রংপুর রেঞ্জে সংযুক্ত

সিসি নিউজ ডেস্ক।। ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে বেধড়ক পিটুনির অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে এবার পুলিশ সদর দপ্তর থেকে সরিয়ে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে তাকে দুই দফায় বদলি করা হয়। সর্বশেষ হারুনকে এপিবিএন এ থাকা অবস্থায় সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর-রশীদকে (কর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদপ্তরে সংযুক্ত) রেঞ্জ ডিআইজির কার্যালয় রংপুরে সংযুক্ত করা হলো।

এর আগে গত রোববার রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে প্রথমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে আরেক প্রজ্ঞাপনে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে বদলি করা হয়। পরদিন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় হারুনকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধরের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশীদের বিরুদ্ধে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ