• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুরে গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৫০তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা – ২০২৩ এর পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে।
পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ওমহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক।
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সহ-সম্পাদক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) আজিজুল বারী বসুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা একাডেমিক সুপারাভাইজার মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, অধ্যক্ষ আফজাল বিন নাজির, অধ্যক্ষ শেখ একরামুল হক, প্রধান শিক্ষক আ. ত. ম রেজাউল করিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুটবল (বালক) খেলায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় দল রানার্সআপ এবং ফুটবল (বালিকা) খেলায় বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজ দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলেন দেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা- ২০২৩ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ