• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৪:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পুকুরে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার রুহিয়া থানার চামেশ্বরী মহেনপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সম্পদ কুমার ও মহারানী একই গ্রামের দয়াল চন্দ্র বর্মণ ও ইতি রানি দম্পতির সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে দুই ভাই–বোন বাড়ির পেছনে পুকুর পাড়ে খেলছিল। এ সময় তাদের বাবা পুকুরের পাশে কৃষিজমিতে কাজ করছিলেন। পরে তাদের রেখে বাবা দয়াল চন্দ্র বর্মণ কিছু সময়ের জন্য বাড়িতে যান।

এর মধ্যে খেলাধুলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। বাড়ি থেকে ফিরে দয়াল বর্মণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তল্লাশি শুরু করেন। পরে পুকুর থেকে দুই ভাই বোনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, এক সঙ্গে আপন দুই ভাইবোনের মৃত্যুতে ইউপি কার্যালয় থেকে শোক প্রকাশ করা হয়েছে। তবে দুই শিশুর এমন করুণ মৃত্যুর জন্য তিনি অভিভাবকের অসচেতনতাকে দায়ী করেছেন।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করতে বলেছি। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ