• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৩:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস – ২০২৩ উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা পরিষদ উপজেলা পরিষদ চত্বরে ওই উন্নয়ন মেলার আয়োজন করেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হান বেলুন উড়িয়ে ওই মেলার শুভ উদ্বোধন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র -১ মো. শাহিন হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ধীমান ভূষন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নুরুন্নাহার শাহজাদী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু জাফর, ইউপি চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার,ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বাবু পাইলট, ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী,ইউপি চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন,বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিগণ তিন দিনব্যাপী উন্নয়ন মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন। এ সব স্টলে বিভিন্ন সরকারি ও স্বায়ত্ত্বশাসিত দপ্তরের সেবাসমূহ প্রদর্শন করা হচ্ছে। এবারের উন্নয়ন মেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন অধিদপ্তর, উপজেলা সমবায় অধিদপ্তর, সৈয়দপুর পৌরসভা ও ইউনিয়ন পরিষদসমূহের স্টল স্থান পেয়েছে।
এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি অংশ নেন। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ