সিসি নিউজ ডেস্ক।। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ লুফে নিতে কার্পণ্য করেননি দেশের ক্রীড়াবিদরা। ক্রিকেট, ফুটবল, তিরন্দাজসহ বিভিন্ন সেক্টর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ৪৯ জন পেশাদার খেলোয়াড়। তার মধ্যে জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, তরুণ উদীয়মান ফুটবলার শেখ মোরসালিন, ঋতুপর্ণা চাকমা, তিরন্দাজ দিয়া সিদ্দিকী অন্যতম।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ভর্তি বিভাগ।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান– এই অনুষদে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন মোট ৪৯ পেশাদার খেলোয়াড়। ক্রিকেট থেকে সুযোগ পেয়েছেন সর্বোচ্চ ১২ জন, ফুটবল থেকে মনোনীত হয়েছেন ছয় জন।
ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীতের তালিকায় রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়, অনূর্ধ্ব-১৯ দলের আরিফুল ইসলাম, নারী অনূর্ধ্ব-১৯ দলের রিয়া আক্তার শিখা, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকো, মিডফিল্ডার শেখ মোরসালিন, নারী দলের ঋতুপর্ণা চাকমা, নিলুফার ইয়াসমিন নিলা। এছাড়া প্রাথমিকভাবে তিন তিরন্দাজ মনোনীত হয়েছেন, তাদের মধ্যে তিরন্দাজ দিয়া সিদ্দিকী অন্যতম।
এছাড়া অ্যাথলেটিকস থেকে চার জন এবং খোখো থেকে দুজন প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। সাঁতার, রোল বল, উশু এবং ব্যাডমিন্টন থেকে একজন করে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অফিস থেকে প্রাথমিকভাবে ৪৯ জনকে মনোনীত করা হয়েছে। মনোনীতদের তালিকা ভিসি অফিসে পাঠানো হয়েছে। তবে বাণিজ্য, বিজ্ঞান ও চারুকলা অনুষদের তালিকা চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে সুযোগ পাওয়া ক্রীড়াবিদদের ১৮ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পছন্দের বিষয়ের ফরম কলা অনুষদের অফিস থেকে নিয়ে নির্ধারিত ফি প্রদান ও পূরণ করে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ জুলাই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ৫ জুলাই থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেন দেশের বিভিন্ন বিভাগের পেশাদার ক্রীড়াবিদরা। দেড় দশক পর দেওয়া এ সুযোগ লুফে নিয়েছেন খেলোয়াড়রা। উৎস: ঢাকা পোস্ট