সিসি নিউজ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নীলফামারী- ১ (ডোমার-ডিমলা) আসনে আগামীর উন্নয়ন ভাবনা নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলার ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সভা অনুষ্ঠি হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পূনর্বাসন) সরকার ফারহানা আখতার সুমি। ভোগডাবুড়ি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামবাসীর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন আদর্শগ্রাম জামে মসজিদের সভাপতি মো. রশিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাবেক ইউপি সদস্য মো. মসির উদ্দিন, ইউপি সদস্য আব্দুল খালেক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. সাজেদুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মো. মজিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ফারহানা আখতার নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পূনর্বাসন)। তিনি নীলফামারী -১ (ডোমার ডিমলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ কয়েক বছর যাবত বিভিন্ন সভা-সমাবেশ ও জনসংযোগ অব্যহত রেখেছেন। ওই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আফতার উদ্দিন সরকার।