সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় হিমাগার ও বাজারে পৃথক অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম উপজেলার বড়ঘাট এলাকায় মুক্তা হিমাগারে অভিযানে যান। এসময় আলুর স্লিপ সহ চার মধ্যস্বত্বভোগীকে ২০ হাজার করে মোট আশি হাজার টাকা জরিমানা করেন। হিমাগারে আলু সংরক্ষণকারীদের কাছ থেকে মধ্যস্বত্বভোগীরা স্লিপ সংগ্রহ বাজার নিয়ন্ত্রণের অভিযোগে ওই অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ দেশিবাই গ্রামের হাবিবুর রহমান (৫০), বগুলাগাড়ি গ্রামের জিয়া রহমান (৫২), চ্যাংমারি মাঝাপাড়া গ্রামের শফিকুল ইসলাম স্বপন (৪৫) এবং গোলমুন্ডা দোলাপাড়া গ্রামের শহিদুল ইসলাম (১৯)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, মধ্যস্বত্বভোগীরা স্লিপের মাধ্যমে হিমাগারে সংরক্ষিত আলু ক্রয় করে বাজারে বাড়তি দামে বিক্রি করেন।
অপরদিকে একই সময়ে জলঢাকা বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করায় তিন পাইকারী ব্যবসায়ীকে ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে সৃষ্টি একতা ভান্ডারকে পাঁচ হাজার,স মেসার্স মায়ের দোয়া ভান্ডারকে দুই হাজার এবং পিঁয়াজ ব্যবসায়ী শাওনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম জানান, আলু, ডিম ও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আমরা নিয়মিত বাজার মনিটরিং এবং অভিযান পরিচালনা করে আসছি। এরই অংশে জলঢাকা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্যে পণ্য বিক্রয় করায় উক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।