• সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৫:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে আর্ন্তজাতিক প্রবীণ দিবসে ইএসডিওর সম্মাননা প্রদান জয়পুরহাট পৌর মেয়রের জনসভায় জনতার ঢল সাভারে স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ: ঠাকুরগাঁয়ে হত্যাকারীদের বিচারের দাবি সাভারে ৩ লাশ উদ্ধার, সন্দেহের তালিকায় অতিথিরা বালিয়াডাঙ্গীতে ঋণের চাপে কৃষকের আত্মহত্যা আশুলিয়ার ফ্ল্যাটে ঠাকুরগাঁওয়ের স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় আহত ২ মুসল্লি। আটক ২ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিনে ১১ নবজাতক পরিবারে উপহার প্রেরণ সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচির উদ্বোধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ব্যবহার করা হবে ডেঙ্গুর টিকা: স্বাস্থ্যমন্ত্রী

ডিমলায় ক্রেতা সেজে অভিনব কায়দায় স্বর্ণালংকার নিয়ে চম্পট

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় অভিনব কায়দায় ক্রেতা সেজে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার বাবুরহাট বাজারের নমস্কার জুয়েলার্সে এ ঘটনা ঘটে। পরে থানায় লিখিত অভিযোগ করেন দোকানমালিক রন্জু দত্ত।

অভিযোগে জানা গেছে, সোমবার বেলা ১টায় এক ব্যক্তি বাবুরহাট বাজারে নমস্কার জুয়েলার্সে যান। তিনি দুটি সোনার বালা, এক জোড়া কানের দুল ও তিনটি আংটি পছন্দ করে ক্রয় রসিদ করেন। এ সময় তিনি একটি স্বর্ণের চেইন দেখার জন্য হাতে নেন। পরে এটিএম বুথ থেকে টাকা এনে এসব নেওয়ার কথা বলেন। এরপর ব্যবসায়ী রন্জু ব্যস্ত হয়ে পড়লে এ সুযোগে ১০ আনা স্বর্ণের চেইন নিয়ে চলে যান। যার বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

ব্যবসায়ী রন্জু বলেন, ‘ওই ব্যক্তি যে প্রতারক তা বুঝতে পারিনি। স্বর্ণালংকারগুলো পছন্দ করে ক্রয়ের জন্য রসিদ করেছেন। টাকা পরিশোধ করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু কৌশলে সোনার একটি চেইন কখন তুলে নিয়েছে আমরা তা বুঝতে পারিনি। পরে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে স্বর্ণালংকার চুরির বিষয়টি ধরা পড়ে।’

ব্যবসায়ী আরও বলেন, ওই ব্যক্তি নিজেকে তাজ নামে জলঢাকা উপজেলার কালিগঞ্জ গ্রামের বাসিন্দা বলে পরিচয় দেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ