
সিসি নিউজ।। যমুনা টিভি’র বিশেষ প্রতিনিধি, সাংবাদিক আলমগীর স্বপন এর মা সুফিয়া বেগম শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় নীলফামারীর সৈয়দপুর শহরের ইসলামবাগ সুপারিবাগান এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি
৫ মেয়ে ও এক ছেলে সন্তান, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় -স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ গতকাল শুক্রবার বাদ মাগরিব সৈয়দপুর শহরের ইসলামবাগ চিনি মসজিদে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে সৈয়দপুর শহরের গোলাহাট কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, মরহুমা সুফিয়া বেগম ছিলেন বীরমুক্তিযোদ্ধা মরহুম জয়নাল আবেদিনের স্ত্রী।
এদিকে, মরহুমা সুফিয়া বেগমের মৃত্যুতে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী,পৌর মেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সাংবাদিক মো. আমিরুজ্জামান, কাজী জাহিদ, নজরুল ইসলাম, এম আর আলম ঝন্টু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।