• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ অপরাহ্ন |

সৈয়দপুরে স্বাচিপের নব নির্বাচিত কমিটির অভিষেক ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে স্বাধিনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নব নির্বাচিত কমিটির অভিষেক ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে ওই অভিষেক ও বৈজ্ঞানিক সেমিনারটি অনুষ্ঠিত হয়। শেষ হয় গভীর রাতে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম। সভাপতিত্ব করেন স্বাচিপের সৈয়দপুর সাংগঠনিক জেলা কমিটির নবনির্বচিত সভাপতি ডা: এ.কে.এম খায়রুল বাশার (মানিক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা: মো. হাসিবুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

স্বাচিপের সৈয়দপুর সাংগঠনিক জেলা কমিটির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মো.রাইসুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির নবনির্বচিত সাধারণ সম্পাদক ডা: মো. মাহবুবুল হক দুলাল। এ ছাড়াও বক্তব্য রাখেন কমিটির সাংগঠনিক সম্পাদক ডা: মিজানুর রহমান।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাস্থ্য ও রোগ প্রতিরোধে ‘ভিটামিন ডি’ এর গুরত্বের ওপর সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাচিবের নবনির্বাচিত সহ-সভাপতি এবং রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহাকারী অধ্যাপক ডা: প্রিয়ব্রত কর্মকার। সেমিনারে বক্তব্য রাখেন বেক্সিমকো ফার্মাসিউটিকাল লিমিটেডের মেডিকেল এফেয়ার্রসের কার্যনির্বাহী ডা: তানভীর ইসলাম। সেমিনারটিতে ধন্যবাদ জ্ঞাপন করেন বেক্সিমকো ফার্মাসিউটিকাল লিমিটেডের সহকারী সেলস ম্যানেজার মোহাম্মদ সিদ্দিক।

এরপর স্বাচিপের সৈয়দপুর সাংগঠনিক জেলার নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করে দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলায় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ