• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ অপরাহ্ন |

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

সিসি নিউজ।। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক-২০২৩।
রোববার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের পার্বতীপুর সড়কের সুলতাননগরস্থ  ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টে ওই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর বিচারপতি লায়ন ড. মো. বশির উল্লাহ পিএমজেএফ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন  মো. হানিফ এমজেএফ এবং ২য় ভাইস জেলা গভর্ণর লায়ন শংকর কুমার রায় মনা এমজেএফ।
দুই পর্বে আয়োজিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি আতাহার হোসেন বাদশা এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত কমিটির সভাপতি লায়ন প্রভাষক কহিনুর বেগম।
অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়াটার) সাংবাদিক লায়ন আমিনুল হক। এরপর  নতুন সদস্যের অন্তর্ভুক্তি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ হানিফ এমজেএফ।
পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন ড. মো. বশির উল্লাহ পিএমজেএফ।
অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই গ্যাংবেল স্থানান্তর করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন .লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর  সাবেক জেলা গভর্ণর লায়ন মো. জালাল আহমেদ এমজেএফ, সাবেক গভর্ণর নাজমুন্নেসা আলী পিএফজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন সামিউল মোক্তাদির এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন পারভীন আক্তার এমজেএফ প্রমুখ।
এর আগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সানফ্লাওয়ার স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর  নৃত্য ও সঙ্গীত  পরিবেশন করে।
অভিষেক অনুষ্ঠানের আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন সানফ্লাওয়ার স্কুল ও কলেজের  সিনিয়র শিক্ষক লায়ন মো. জহরুল ইসলাম মীর। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সদস্য লায়ন কফিল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়েছে।
পরে লায়ন সদস্যদের আনুগত্যের শপথ বাক্য পাঠ করান লায়ন ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সেক্রেটারী লায়ন মো. রেজাউল হক। এরপর অভিষেক অনুষ্ঠানে আগত অতিথিদের পরিচয় করে দেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর কেবিনেট সেক্রেটারী লায়ন মো. সামিউল মোক্তাদির এমজেএফ। আর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন লায়ন অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল ।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন মো. ফারুক আহমেদ ও বিলকিস বানুর যৌথ  উপস্থাপনায় অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর সকল সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ