সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বাউস্ট) ক্যারিয়ার গঠনে বাস্তবতা ও প্রয়োগ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া সেমিনার হলে ওই সেমিনারের আয়োজন করা হয়। ইয়ুথ ফ্যাক্ট অ্যান্ড ট্যাক্ট: ক্যারিয়ার পাথ ফর্ম ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. সানোয়ার উদ্দীন (অব.)। ট্রিপলী বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক রুবিনা আকতার এতে সভাপতিত্ব করেন। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকা ভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান আগমেডিক্স বাংলাদেশের হেড অব পিওপল অ্যান্ড সিনিয়র ডাইরেক্টর জাবেদ পারভেজ। তিনি বলেন, প্রকৌশলীরা আবিস্কারের নেশায় মত্ত থাকে। সে ক্ষেত্রে তাঁদের বাস্তবতা ও এর প্রয়োগ বিষয়ে সম্মুখ ধারণা থাকতে হবে। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকতে হবে। উদ্যোক্তা হলে বিনিয়োগ কোনো বিষয় নয় বলে জানান তিনি। সেমিনারে ট্রিপলী বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এর আগে মুল প্রবন্ধ উপস্থাপনকারীকে শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য তাঁর হাতে একটি ক্রেষ্ট তুলে দেন।