
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ডোমার থানা চত্বরে মত বিনিময় সভার আয়োজন করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবীর সভাপতিত্বে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে মতবিনিময় সভায়পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ কুমার আগোরওয়ালা, সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক দিলিপ কুমার মুখোপাধ্যায়সহ পৌরসভা ও ১০ টি ইউনিয়নের পুজা উৎযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
ওসি মাহমুদ উন নবী দিকনির্দেশনা প্রদানসহ ডোমার থানাধীন ১০৫টি পূজা মন্ডপের সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করে।