সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রাণি সম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আয়োজনে সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ কর্মসূচি বাস্তবায়ন করছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায়। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. তাসমিয়া রহমানের স ালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক ও খামারিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্যে সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. শ্যামল কুমার রায় বলেন, পিপিআর ছাগলের একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুহার শতকরা ৫০-৮০ ভাগ। কিন্তু নিয়মিত ও সঠিক পদ্ধতিতে টিকা প্রদানে এ রোগ থেকে শতক প্রায় ১০০ ভাগ মুক্ত থাকা যায়। প্রাণি স্বাস্থ্যের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওআইই) ২০৩০ সালের মধ্যে সকল দেশকে পিপিআর মুক্তকরণের কর্মসূচি হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় সারাদেশে একযোগে ছাড়ল ও ভেড়াকে পিপিআর টিকা দান শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এবারে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ মুক্তকরণ কর্মসূচি আওতায় উপজেলার পাঁচটি ও পৌরসভা এলাকার ৬১ হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হবে। আর এ জন্য প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চারটি কেন্দ্রের মাধ্যমে ওই টিকা প্রদান করা হচ্ছে। গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৯ অক্টোবর পর্যন্ত ওই টিকাদান কর্মসূচি চলবে।