সিসি নিউজ।। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে একযোগে ৮১টি ওয়ার্ডে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির উদ্যোগে এই কর্মসুচি পালন করা হয়। উপজেলার নিতাই ইউনিয়নের পাগলাবাজার নুরানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা। এছাড়াও ২৮ সেপ্টেম্বর জন্ম নেয়া কিশোরগঞ্জে ১১টি নবজাতকের বাড়িতে গিয়ে উপহার সামগ্রী তুলে দেন কেন্দ্রীয় নেতা নাফিউল করিম নাফা। কেন্দ্রীয় নেতা নাফিউল করিম নাফা বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন ভিন্ন আঙ্গিকে পালনের চেষ্টা করেছি আমরা। বিশেষ করে নবজাতক শিশু ও তাদের পরিবারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দেয়া হয়েছে যাতে তারা দিনটি স্মরণীয় করে রাখতে পারেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক রশিদুল ইসলাম বাবু, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান চিলু এ সময় উপস্থিত ছিলেন।