সিসি নিউজ ডেস্ক।। রংপুর নগরীতে সিটি বাস চালুর সিদ্ধান্ত বাতিলসহ অটোরিকশা ও চার্জার অটোরিকশা মালিক-শ্রমিকদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ, রাস্তা অবরোধসহ অনশন করছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও মালিকরা। অবরোধ চলাকালে একটি বাস ভাঙচুর করেন অটোচালকরা। এর আগে রংপুর নগরীর যানজট নিরসনে সিটি বাস সার্ভিস চালুর ঘোষণা দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। এই ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন তিন চাকার ব্যাটারিচালিত মালিক ও চালকরা।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রংপুর নগরীর প্রেস ক্লাব চত্বরের সামনের রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা ও চার্জার রিকশাভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে রাস্তায় শুয়ে বিক্ষোভ ও অনশনে বসেন তারা। এ সময় স্লোগান ও বক্তব্য দেন নেতাকর্মীরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা।
মানববন্ধন, বিক্ষোভ ও অনশন সফল করতে এবং তাদের সিদ্ধান্ত মানতে নগরীর বিভিন্ন প্রবেশপথে অটো ও অটোরিকশা চলাচলে বাধা দিচ্ছেন অটোরিকশা শ্রমিক নেতারা।
এতে চরম বিপাকে পড়ে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসে আদালতগামী জনসাধারণ। অটোরিকশা না পেয়ে হেঁটে যেতে হচ্ছে স্কুল-কলেজ ও অফিস-আদালতে চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের।
অফিসগামী জয়নাল আবেদীন বলেন, ‘লালবাগ থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় অটোযোগে কাচারিবাজার অফিসে যাই। আজকে হঠাৎ করে অটো নাই।
রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ মাহবুবার রহমান মঞ্জু বলেন, অটোশ্রমিক মালিকরা সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন এবং মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়র বলেছেন, পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সব কিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রংপুর সিটি করপোরেশন এলাকায় অটোরিকশা, ইজি বাইক, মালিক, চালকরা আন্দোলন কর্মসূচি পালন করছেন। তবে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, ‘সিটি করপোরেশন থেকে মাত্র ছয় হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়া হয়েছে। লাইসেন্সবিহীন যেসব অটোরিকশা চলাচল করবে সেগুলো অবৈধ। এরপর পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি যানজটমুক্ত সিটি করপোরেশন গড়তে। তবে আমি মনে করি অবৈধ যানবাহন চলাচল না করাই অনেকটা ভালো।’
উৎস: কালেরকন্ঠ