• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন |

নীলফামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

সিসি নিউজ।। নীলফামারীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টার দিকে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের বামনডঙ্গা গ্রামে কমিউনিটি ধান ব্যাংক চত্বর থেকে একটি শোভাযত্রা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। দাতা সংস্থা ডিয়াকোনিয়ার সহযোগিতায় কর্মসূচির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী শাহনাজ বেগম, নারী পুরুষ সমতা উন্নয়ন কর্মকর্তা সালমা আক্তার প্রমুখ। শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের অধিকারের পরিপূর্ণতা দেয়ার লক্ষে এই দিবসটি পালন করা হয়েছে। এতে করে মেয়েরা শিক্ষা, পুষ্টি, বাল্যবিবাহ, আইনি অধিকার এবং চিকিৎসার অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে। অনুষ্ঠানে এলাকার ১৫০ জন কিশোর-কিশোরী অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ