• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ অপরাহ্ন |

বাইসাইকেলে চেপে বড়বোনকে কর্মস্থলে পৌঁছানো হলোনা মিলনের

সিসি নিউজ।। বাইসাইকেলে চেপে বড়বোনকে কর্মস্থলে পৌঁছে দেওয়া হলো কিশোর মো. মিলন ইসলামের (১৪)। পথে বেপরোয়া প্রাইভেটকার কেড়ে নেয় তার প্রাণ। ঘটনাটি রবিবার দুপুর দুইটার দিকে নীলফামারী শহর বাইপাস সড়কে ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় নামক স্থানে ঘটে। মিলন ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে। এঘটনায় আহত মিলনের বড়বোন তারজিনা আক্তার তারিন (১৮) নীলফামারী জেনালের হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের অদূরে আফিল এগ্রো ফার্মে সুপাভাইজার পদে কাজ করেন তারজিনা আক্তার তারিন। দুপুরে ছোটভাই মিলন বাড়ি থেকে বড়বোন তারিনকে বাইসাইকেলে বহন করে ওই সড়ক ধরে কর্মস্থলে নিয়ে যাচ্ছিল। পথে একটি বেপরোয়া প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন ভাইবোন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আহত মিলনের বড়বোন তারিনকে সেখানে ভর্তি করা হয়। ঘটনার সময় কৌশলে প্রাইভেটকারসহ পালিয়ে যায় চালক। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ