সিসি নিউজ।। ট্রেস্ট রিপোর্টে আগাম স্বাক্ষর রাখার দায়ে নীলফামারীর সৈয়দপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এই জরিমানা করেন।
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রংপুর সড়কের সান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ও রিপোর্টে আগাম স্বাক্ষর রাখায় ডায়াগনস্টিক সেন্টারটিকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অভিযানের খবর পেয়ে অন্যান্য ডায়াগনস্টিক সেন্টারের লোকজন পালিয়ে যায়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চন্দন রায়, মোখলেছুর রহমান ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকার উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানুষের স্বাস্থ্য নিয়ে হেলাফেলা আর সহ্য করা হবে না।’