সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে দুইদনব্যাপী বিজ্ঞান মেলার সমাপণী অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রজেক্ট উপস্থাপনে জুনিয়র গ্রুপে (৬ষ্ঠ-১০ম শ্রেণি) সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জণ করেছে।
এছাড়া বিজ্ঞান অলিম্পিয়াডে সিনিয়র গ্রুপে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান বাসার আকিক তৃতীয় ও একাদশ শ্রেনির মোছাদ্দেক হোসেন লাবিব ৫ম স্থান। আর জুনিয়র গ্রুপে ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. মেহেরাব ৫ম স্থান অধিকার করে।
পরে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। মেলায় ১২টি স্টল স্থান পায়।