• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন |

সৈয়দপুরে জাহাঙ্গীর ফার্মেসির উদ্যেগে কম্বল বিতরন

সিসি নিউজ।। বিগত কয়েক বছরের তুলনায় চলতি বছরে শীতের প্রকোপ তুলনা মূলক বেশি। গত কয়েকদিনের তীব্র শীতে বিপর্যস্ত উত্তরবঙ্গের জনজীবন। শীতার্ত এ সব অসহায় মানুষের মাঝে কিছুটা উষ্ণতা দিতে হাত বাড়িয়েছে জাহাঙ্গীর ফার্মেসির স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম ।

আজ মঙ্গলবার সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র ১ মো. শাহিন আকতার এর ওয়াবদা মোড়ের কার্যালয়ে তিনশত শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন।

কম্বল নিতে এসেছেন রহিমা (৫০) বৃদ্ধা বলেন, “শেষ বয়সে মানুষের বাড়িতে কাজ করি যা পাই সেটা দিয়ে চলি। কম্বল কেনার টাকা জোটে না। কম্বলটা পেয়ে ভালোই হইল।”

“যে জার বায় হাত-পাও কাঁপেছে। এই জারত হামার এলাকার ছাওয়া হামাক কম্বল দিছে , সৃষ্টিকর্তা ওর ভালো করিবে”- কম্বল পেয়ে নিজের অনূভুতি এভাবেই প্রকাশ করেছিলেন হালিমা (৬০) নামের এক বৃদ্ধা।

জাহাঙ্গীর আলমের সভাপত্বিতে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো. শাহিন আকতার।

জাহাঙ্গীর আলম বলেন, এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে আজকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলের উচিত এই মানুষগুলোর পাশে থাকা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ