সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ রাজনকে (২৬) ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। সে জলঢাকা উপজেলার কলেজ পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। এ সময় তাঁর সহযোগি মো. জুয়েলকে (২৮) মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। সে রংপুরের পীরগঞ্জের জামদানি গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের উত্তর সিংগীমারী এলাকাস্থ জনৈক দৌলতজ্জামানের বাড়ির সামনে থেকে ৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি মোটর সাইকেলসহ তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংগিমারী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক ভাবে দুইজন আরোহীসহ একটি মোটর সাইকেল আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। পরে আটককৃতদের তল্লাশী চালিয়ে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মোটর সাইকেলটি জব্দ করে এ ঘটনায় আটক ছাত্রলীগ নেতা রাজু আহমেদ রাজন ও তার সহযোগী জুয়েলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পুলিশ।
এ ব্যাপারে নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল মুঠোফোনে বলেন, ব্যাক্তির দায় সংগঠন কখনই বহন করবে না। এমনটা করলে সংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিসি নিউজকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ৬(১) সারণির ১৪(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারায় মামলা করা হয়েছে। আজ বিকেলে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।