সিসি নিউজ।। একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীর হাতে আঁকা চিত্রকর্মের দিনব্যাপী প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ওই প্রতিষ্ঠানের বটতলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রকর্মপ্রদর্শণীর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটি অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল।
সহকারি শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সহকারী অধ্যাপক ফারুক আহমেদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান প্রমূখ।

এ সময় অন্যান্য শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং তারা ঘুরে ঘুরে চিত্রুকর্মগুলো দেখেন। পরে অধ্যক্ষ মোখলেছুর রহমান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে প্রভাতফেরির মধ্য দিয়ে অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সৈয়দপুর সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিবারের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।