সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশ রেলওয়ের টিকিট কালেক্টর পদের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার তিন পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম কারাগারে পাঠানোর এই নির্দেশ দিন।
আসামিরা হলেন ভোলার চরফ্যাশনের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. শাহজাদা, গাইবান্ধার পলাশবাড়ীর আব্দুস সামাদের ছেলে মো. রুবেল এবং মাগুরার মোহাম্মদপুরের মৃত রেজাউল করিমের ছেলে মো. শিহাব।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শনিবার রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে ডেমরা থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।
জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ঢাকা উইংয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রেলওয়ে কর্তৃপক্ষ ও থানা-পুলিশ সমন্বয় করে ওই কেন্দ্রে অভিযান চালায়। এ সময় ওই তিন পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইসসহ (মাস্টারকার্ড ও ব্লুটুথ) হাতেনাতে আটক করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, একটি চক্রের সঙ্গে তারা প্রত্যেকে ১৬ লাখ টাকার চুক্তি করে পরীক্ষায় অংশ নেন। মামলায় বলা হয়েছে, ইলেকট্রনিক ডিভাইসের (মাস্টার কার্ড) মাধ্যমে সিমকার্ড ব্যবহার করে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে অন্য প্রান্ত থেকে উত্তরপত্রের সমাধান করে পরীক্ষার্থীকে পাঠানো হয়। উৎস: আজকের পত্রিকা