• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

সৈয়দপুরে নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ ও কোরআন তিলাওয়াত সূচনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় প্রতিষ্ঠান চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন কিসামত কামারপুকুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হায়দার আলী।
নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগব বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছা. মোর্শেদা রহমান (মিরা)।
শিক্ষা প্রতিষ্ঠানটির সহকারি শিক্ষক হাফেক মো. ইমরান হোসেনের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর দারুস সালাম ইসলামিক একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. শিহাব উদ্দিন ও সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ।
পরে নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন স্কুলের ১৪ জন শিক্ষার্থীর মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান লিটন শিক্ষার্থীদের হাতে ওই কোরআন শরীফ তুলে দেন।
শেষে কোরআন তেলাওয়াতের সূচনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. শিহাব উদ্দিন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, অভিভাবক, শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিউ মিলেনিয়াম কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ২০২৩ সালে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআর শরীফ পাঠদান করানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ