• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন |

সৈয়দপুরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মেধা অন্বেষণ প্রতিযোগিতার  বিষয়ভিত্তিক পরীক্ষাসমূহের মধ্যে ভাষা সাহিত্য, বিজ্ঞান ও দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার,  বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয় সমূহের উপর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের  ১০৫ জন শিক্ষার্থী  অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: আনোয়ার হোসেন,  সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমন্ডলী। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো: রুহুল আমিন, মো: এবিএম গোলাপ, মহিতুর রহমান, কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীজেন্দ্রনাথ রায় ও নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো: মশিউর রহমান চৌধুরী।  প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ