• শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, শিডিউল বিপর্যয়

সিসি নিউজ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় শিডিউল বিপর্যয় হয়েছে। বিশেষ করে ঢাকামুখী আপলাইনের ট্রেনগুলো সময় মেনে চলতে পারছে না। ফলে দুর্ভোগে পড়েছেন ঈদে বাড়ি ফেরা মানুষ।

এদিকে কনটেইনার ট্রেনের লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বগিটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহরে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রেন উদ্ধার করা হলেও রেলপাত ও স্লিপার মেরামত কাজের জন্য আপ লাইন বন্ধ রয়েছে। মেরামত হওয়ার আগ পর্যন্ত ডাউন লাইন দিয়ে উভয় লাইনের ট্রেন চলাচল করছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার সাকিল জাহান জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া জংশন থেকে রাত সাড়ে ৩টায় রিলিফ ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শুরু করে।

মঙ্গলবার সকালে মালবাহী ট্রেনটি উদ্ধার করে আশুগঞ্জের তালশহর রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে ট্রেন উদ্ধার করা হলেও ঢাকা অভিমুখী আপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর মেরামত কাজ চলছে। তাই শুধু ডাউন লাইন দিয়ে উভয় পাশের ট্রেন চলাচল করছে। উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ