সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেছেন মেয়র নাসিব সাদিক হোসেন নোভা। এবারে বাজেটের আকার ধরা হয়েছে ৪১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার টাকা। রোববার পৌরসভার হলরুমে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মজুমদার, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল গফ্ফার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান।