সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে ডায়াবেটিস সচেতনতায় শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। সোমবার স্থানীয় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে এ ডায়াবেটিস পরীক্ষা করা হয়। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যালনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর নব নির্বাচিত গভর্ণর মো: হানিফ এমজেএফের দায়িত্বভারগ্রণ ও লায়ন্স সেবা বর্ষ উপলক্ষে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন কোহিনুর বেগম। সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মোখলেছুর রহমান জুয়েল। সহকারী অধ্যাপক ফারুক আহম্মদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ (কিন্ডার গার্টেন শাখা) লায়ন জাবেদ আলী শেখ প্রমূখ। সভা শেষে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীসহ শতাধিক নারী-পুরুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়।