সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল যোগে স্ত্রীকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না তানজির মেহেদী হাসান তুহিন (২৮) নামের এক যুবকের। পথে পাথর বোঝাই একটি ট্রাক কেড়ে নেয় তার প্রাণ। ঘটনাটি শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার পেট্রোল পাম্প মোড়ে ঘটে। নিহত তানজির মেহেদী হাসান তুহিন উপজেলা মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ি চেয়ারম্যান পাড়া গ্রামের মো. গোলাম আযমের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, তানজির মেহেদী হাসান তুহিনের স্ত্রী মোছা. লাভলী খাতুনের ডিগ্রি (পাস) দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে স্ত্রীকে জলঢাকা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পৌঁছে দেন। এরপর মোটরসাইকেলের জ্বালানী নেওয়ার জন্য পেট্রোল পাম্পে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে ওই পেট্রোল পাম্প মোড়ে পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৫৯০১৪) চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
জলঢাকা থানার ভঅরপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মন্ডল বিষয়টি নিশ্চিৎ করে বলেন,‘ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। চালকসহ ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।