সিসি নিউজ।। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেছেন, শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। এ লক্ষ্যে উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ ঘটে এজন্য স্থলবন্দর শক্তিশালী করণে সরকার কাজ করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় উত্তরবঙ্গের সঙ্গে যেভাবে বৈষম্য করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তা করবে না। এ কারণে তিনি উত্তরবঙ্গের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে এসেছেন।
বুধবার বিকেলে নীলফামারীর জলঢাকার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের এ উপদেষ্টা।
আসিফ মাহমুদ বলেন, উত্তরবঙ্গের বড় সমস্যা তিস্তার পানি। কারণ শুকনো মৌসুমে পানির অভাব এবং বর্ষা মৌসুমে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের দীর্ঘ দিনের সমস্যা। এই সমস্যা নিরসনে পানি সম্পদ উপদেষ্টা এবং তিনি আগামী বছরের শুরু দিকে উত্তরবঙ্গে আসবেন। এর দীর্ঘ মেয়াদি সমাধান কীভাবে হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে। সবার কথাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে।
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ক্লিয়ার কথা হচ্ছে, আগে সংস্কার পরে নির্বাচন। দেশে অবশ্যই নির্বাচন হবে এবং জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য যে সংস্কার শুরু হয়েছে, সেই সংস্কার পর্যন্ত সময় দিতে হবে।
এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওন প্রমূখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
জলঢাকায় ২ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ শেষে আসিফ মাহমুদ নীলফামারী সার্কিট হাউসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শহিদ রুবেল ইসলাম ও নাঈম ইসলামের পরিবারের হাতে ২ লাখ টাকা করে চেক তুলে দেন।