• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন |

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ভাটা শ্রমিক নিহত

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের খিয়ারজুম্মা নামক স্থানে ট্রাক চাপায় ভাটা শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উক্ত স্থানে সড়ক পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হলেন, সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুসরতধুলিয়া এলাকার শাল্টিবাড়ী গ্রামের মৃত মেছের উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৫)। ওই দূর্ঘটনায় মজিবর হোসেনের ছেলে জিকরুল হক ওরফে জিকো (৩২) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খাতামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী সিসি নিউজকে জানান, মহাসড়কের পাশে ভাটায় কাজ শেষে বাড়িতে ফিরছিল ওই দুই ভাটা শ্রমিক। সন্ধ্যা ৭টার দিকে সড়ক পার হতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারায় আব্দুল জলিল। এ সময় স্থানীয়রা গুরুতর আহত জিকো হোসেনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান নিহতের ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনার পর ট্রাকটি দ্রুত বেগে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে সনাক্তের চেষ্টা চলছে। অপরদিকে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ