সিসি নিউজ।। নীলফামারী জেলা সদরে পলাশবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার পর সৈয়দপুর-চিলাহাটি রেলপথের জ্ঞানদাস কানাইকাটা এলাকার তেঁতুলতলা রেলক্রসিংয়ে ওই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলা সদরের চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু চন্দ্রের পুত্র সন্তোষ কুমার (৪৮) ও শেল্টু চন্দ্রের পুত্র ভবেশ চন্দ্র (২৮)। তারা উভয়েই নির্মাণ শ্রমিক এবং সম্পর্কে আপন চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে সন্তোষ ও ভবেশ মোটরসাইকেল যোগে পেশাগত কাজে যোগ দেওয়ার জন্য পলাশবাড়ীর দিকে যাইতেছিল। সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে তারা রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী আন্তঃনগর ’চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেলের দুই আরোহী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে।