• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন |

ভালো দামের আশায় আগাম আলু চাষে ব্যস্ত কিশোরগঞ্জের চাষী

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। আগাম আলু চাষাবাদে ব্যস্ত হয়ে পড়েছে নীলফামারীর চাষীরা। প্রতিবছর বাজারে নতুন আলুর ভালো দাম পাওয়ায় এবারেও কোমর বেঁধে মাঠে নেমেছে আলু চাষীরা। আর এ অঞ্চলে বর্তমানে প্রতিকূল পরিবেশে থাকায় ভালো ফলনের স্বপ্নই দেখছেন চাষীরা।

কৃষি বিভাগ বলছে, আলু শীত সহিষ্ণু সবজি। শরতে শীতের আমেজ এসেছে। কিন্তু দিনে প্রচন্ড গরম। অতিরিক্ত গরমে আলু পঁচে যায়। এছাড়াও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টিতে কখনো কখনো চাষীদের স্বপ্ন আবার দুঃস্বপ্নে পরিনত হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নতুন করে একই জমিতে আলু রোপণ করতে হয়। এতে আগাম না হয়ে মধ্যবর্তী ফসল হিসাবে দাম আসে। ফলে অনেক সময় লোকসান গুনতে হয়।

নতুন মওসুমের আগেই তুলনামূলক স্বাবলম্বী আলু চাষীরা মাঝারী মুল্যে হিমাগারেই পাইকারদের কাছে বিক্রি করে। কিন্তু এবারের দৃশ্যপট ভিন্ন। স্থানীয় বিনা-৭ জাতের আলু প্রতি কেজি মাত্র ১০-১২ টাকা ও বীজের মুল্য ১৩-২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই বাজারে অন্যান্য সবজির মুল্য চড়া থাকলেও আলুর দাম বাড়ছেই না।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আলু চাষীরা প্রতিবছর দেশের মধ্যে প্রথম আগাম আলু চাষ করেন। এবারে আলুর নাজুক মুল্য থাকলেও ঝুঁকি নিয়েই আগাম আলু চাষাবাদে ব্যস্ত হয়ে পরেছেন।

আলু চাষী লুৎফর রহমান বলেন, আমি হিমাগারে প্রায় ২ হাজার ৫০০ বস্তা আলু রেখেছিলাম। আলুর দাম না থাকলেও আগাম বিনা-৭ জাত আলু জমিতে রোপণ করেছি। ৭০০ বস্তা আলু হিমাগার থেকে এনে ১৩ বিঘা জমিতে আগাম আলু রোপণ করেছি। বাকী আলু ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বীজ বিক্রি করছি। উৎপাদন খরচ অনুযায়ী আলুর দাম পরেছে ৩০ টাকা। এ দামে আলু বীজ বিক্রি করলে বড় ধরণের লোকসান গুণতে হবে।

নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুর রহমান জানান, ইতিমধ্যে প্রায় ২৫ হেক্টর জমিতে আগাম জাতের আলু মাঠে রোপণ করেছে কৃষকরা। গত বছর কিশোরগঞ্জ উপজেলায় ৭ হাজার ১৫ হেক্টর জমিতে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ