সিসি নিউজ।। রাষ্ট্রীয় অর্থে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পৌঁছে। এসময় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় জেলা প্রশাসকের মাধ্যমে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। জেলা প্রশাসকের পক্ষে স্মরলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
স্মরকলিপিতে সংসদ নির্বাচনের তফশীল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি করা হয়। রাষ্ট্রীয় অর্থে প্রকল্পের কাজ শুরু করা হলে পরবর্তীতে নির্বাচিত সরকার তা অব্যাহত রাখতে পারবে বলে উল্লেখ করা হয়। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হলে দুই কোটিরও বেশি মানুষের হতাশা আরও গভীর হবে।
জেলা তিস্তা রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন,‘কালক্ষেপণ না করে অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি জানাচ্ছি আমরা। প্রকল্পটি বাস্তবায়িত হলে নীলফামারীসহ তিস্তা তীরবর্তী পাঁচটি জেলার মানুষের জীবনমানের উন্নয়ন হবে। কৃষি, মৎস্য ও শিল্প খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে’।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান, সদস্য অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, শেফাউল জাহাঙ্গীর সেপু, মোক্তার হোসেন প্রমুখ।