• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন |

জয়পুরহাটে প্রায় আড়াই লাখ শিশু টাইফয়েড টিকার আওতাধীন 

New Rose Cafe, Saidpur

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফের সহযোগিতায় জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে এ ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জয়পুরহাট  সিভিল সার্জন কার্যালয়।
কর্মশালায় টিকাদান সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন- জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন, জয়পুরহাট ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মাজেদুর রহমান,  গণযোগাযোগ অধিদপ্তরের (তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়)  সহকারি পরিচালক  মাসরিয়াত জাহান বর্ষা, জেলা ভারপ্রাপ্ত তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক,  সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমূখ।
কর্মশালায় বলা হয়, চলমান কর্মসূচীর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু অথবা, প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থীকে  (প্রায় আড়াই লাখ ) বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে।
টিকাদান সফল করতে একদিকে গুজব প্রতিরোধ  অন্যদিকে এর সুফল লাভে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ