• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন |

নীলফামারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকা উপজেলার চাড়ালকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় এঘটনা ঘটে। নিহতরা হলেন, খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হাসান আলী (৮) ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা গ্রামের হৃদয় হোসেনের ছেলে মাসুম হোসেন (১০)। তারা মামাতো ফুফাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন খুটামারা ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম। তিনি জানান, দুপুর একটার দিকে নদীর ধারে বসে তিন শিশু খেলছিল। এসময় অসাবধানতা বশত হাসান ও মাসুম নদীতে পরে গেলে নদীর উপরে থাকা অপর শিশুর চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এরপর খবর পেয়ে জলঢাকা দমকল বাহিনীর সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ