সিসি নিউজ।। ভোটাধিকার, গণতন্ত্র ও শোষনমুক্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার দাবিতে নীলফামারীতে কর্মীসভা করেছে জেলা সিপিবি। শনিবার দুপুরে শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সুকান্ত সফি চৌধুরী।
এসময় জেলা সিপিবির সভাপতি মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সিপিবির সভাপতি মো. দেলোয়ার হোসেন জাভিস্কো প্রমুখ।