• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন |

নীলফামারীতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেণ্টে ওই সভার আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আন্তাজুল ইসলাম, নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জামায়াতের শহর আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু ও প্রভাষক আব্দুল কাদিম, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন, নীলফামারী জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আব্দুর রউফ চৌধুরী, জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোশাররফ হোসেন মিন্টু প্রমুখ।
বক্তারা জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘যে পাঁচটি দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, তার মধ্যে অন্যতম একটি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে জাতীয় সংসদে, বৈষম্য থাকবে না, স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটবে না। সব মিলিয়ে দেশের প্রতিটি মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে। দেশের অধিকাংশ দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়। দেশের মানুষও এই পদ্ধতিতে নির্বাচন চায়’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ