• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৪৩ অপরাহ্ন |

নীলফামারীর বিনোদন কেন্দ্র নীলসাগরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। নীলফামারীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত নীলসাগরের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। দুই কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে বৃহস্পতিবার দুপুরে ওই প্রকল্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এলজিইডির অধীনে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ওই প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের মধ্যে রয়েছে সৌন্দর্যবর্ধনে গাইড ওয়াল, রাস্তা, দর্শনার্থীদের বসার স্থান এবং নীল দিঘীর ঘাট নির্মান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান, সদর উপজেলা প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মামনুর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান জানান, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়নে নীলসাগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, নীলসাগরের সৌন্দর্য বর্ধণ এবং আধুনিকায়নে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এলজিইডির প্রকল্প ছাড়াও জেলা পরিষদের অধীনে ৫০ লাখ টাকা ব্যয়ে ওয়াকওয়ে এবং নীলসাগরের পানির ওপর দৃষ্টিনন্দন গোলঘর এবং নীলসাগড় পাড়ে পাখিদের দৃষ্টিনন্দন অভয়াশ্রম নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ