• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন |

নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

New Rose Cafe, Saidpur

নীলফামারী প্রতিনিধি।। ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ শ্লোগানে জেলায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আালোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, জেলা সমবায়ের পরিদর্শক জ্যোতি কৃষ্ণায়ন, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘সমবায় সমিতি মানুষের জীবন বদলায় দিতে পারে। সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে এজন্য সমবায় সমিতিকে গুলোকে শক্তিশালী করতে হবে। তৃণমূলে সামাজিক অবক্ষয় রোধে সমিতিগুলোকে সোচ্চার হতে হবে, যাতে মানুষ ভুল পথে পরিচালিত না হয়’।
পরে সেখানে সফল সমবায় সমিতি হিসেবে সু-প্রতিবেশি মহিলা সমবায় সমিতি, বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও রজনীগন্ধা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ