• বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন |

নীলফামারীতে বৈরি আবহাওয়ায় আগাম শীতের বার্তা

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ।। জেলায় টানা চারদিন ধরে ঝড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি। হেমন্তে এমন বৈরী আরহাওয়ায় আগাম শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। ফলে মানুষজন এ শীত নিবারনের জন্য হালকা গরম কাপড় পরিধান করে ঘরের বাইরে বের হচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার থেকে আজ রোববার পর্যন্ত মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে শহর, হাট-বাজারে কমেছে জনসমাগম। ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলো বসতে শুরু করেছে।

আবহাওয়া দপ্তর সূত্র মতে, জেলায় গত চারদিন ধরে দিনের তাপমাত্রা সর্বনিন্ম ২১ থেকে ২২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তাপমাত্রার এমন পরিবর্তনে শীতের আগাম বার্তা দিচ্ছে। বিশেষ করে রাতে শীতের মাত্রা বেড়েছে।

কৃষকরা বলছেন, শীতের প্রভাবে কৃষির তেমন ক্ষতি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টিতে ক্ষতি হচ্ছে আগাম আলু ও শাকসবজী ক্ষেতের। অনেকে আলু চাষের জমি তৈরী করলেও বৃষ্টির কারণে পিছিয়ে পড়েছে বীজ রোপন।

জেলা সদরের সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকার কৃষক বীরেন্দ্র নাথ (৩৪) বলেন, ‘এই সময় আমরা আগাম আলু চাষ ও শীতের সবজি করি। এবার বৃষ্টির কারণে জমি তৈরি করেও পানি জমে থাকার কারনে আলু বপন করা যাচ্ছে না।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোহসিন রেজা বলেন, ‘শনিবার ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার এবং রোববার সকাল ৬টা পর্যন্ত ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকড হয়েছে। এই বৃষ্টিতে শীতকালীন ফসলের কোন ক্ষতি হবে না। মাঠের বেশিরভাগ ধান পেকে গেছে, সেগুলোরও ক্ষতির আশঙ্কা নেই। এমন বৃষ্টিতে শীতকালীন ফসল চাষের তেমন ব্যঘাত হবে না।’

নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দর আবহওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম বলেন, ‘ভারতের উড়িষ্যাসহ কয়েকটি রাজ্যে সৃষ্ঠ ঘুর্ণিঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে আকাশ মেঘলা ও বৃষ্টি হচ্ছে। আজ সোমবার থেকে আকাশ পরিস্কার হতে পারে। তিনি জানান, গতকাল রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ