• শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন |

নীলফামারীতে বইমেলার উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

সিসি নিউজ, ৮ ডিসেম্বর: সংষ্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন“আগে বই মেলার নামে বানিজ্য মেলার নামে চুড়ি-শাড়ীর দোকান বসতো তাই মেলার আকর্ষণ ছিলোনা, তবে এখন দেশের নামকরা প্রকাশনাগুলো অংশ নেয়ায় মেলার আকর্ষণ অনেক বেড়েছে”।
“আলো ছড়াতে আঁধার তাড়াতে, বই পড়ি পাঠাগার গড়ি” এ শ্লোগানে আজ শুক্রবার বেলা ১২ টায় নীলফামারী বড় মাঠে সাত দিন ব্যাপী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় জাতীয় গ্রন্থকেন্দ্রর পরিচালক নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।
সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ও নীলফামারী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলায় সরকারী-বেসরকারী প্রকাশনা প্রতিষ্ঠানের ৬৯টি প্রতিষ্ঠান অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ