• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন |

জয়পুরহাট হানাদার মুক্ত দিবস পালিত

জয়পুরহাট প্রতিনিধি, ১৪ ডিসেম্বর: বৃহষ্পতিবার ১৪ ডিসেম্বর জয়পুরহাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সাবেক কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার আছাদুজ্জামান বাঘা বাবলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তৎকালীন ডাক বাংলো মাঠে স্বাধীনতার পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে শত্রু মুক্ত ঘোষনা করেন।

দিবসটি উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ জেলা প্রসাশনের উদ্যোগে পাগলা দেওয়ান বধ্যভুমিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোকাম্মেল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, পুলিশ রশিদুল হাসান, জেলা সিভিল সার্জন আহসান হাবীব তালুকদার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন। সভায় বক্তারা অবিলম্বে সকল যুদ্ধপরাধীদের বিচার করে ফাঁসির দাবী জানান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ